কার্ত্তিক পোদ্দার
ওই মেয়ে,তোমার নোনাধরা বিকেল আমায় দাও
আমি তোমায় একটি আদুরে সকাল দেবো।
সমস্ত নোনা শিশির জলে ধুয়ে যৌবনারতি করবো,
তার পর অনন্ত গোধূলি রঙে সাজাবো তোমার বিকেল।
তোমার অগোছালো দুপুর টা আমায় দাও
ইন্টেরিয়র ডিজাইনার হয়ে সাজিয়ে দেবো সব টুকু।
কপালের টিপ,শাড়ির কুচি,বেখেয়ালে সরে যাওয়া আঁচল
নির্মল যত্নে সাজিয়ে দেবো রাত নামার আগে।
গাংচিল প্রতিক্ষণে আস্থা বোনে নদী বক্ষে,
নোনা বিকেলে আমি সাজাই যমকালো ঘর।
তুমি আমায় তোমার বিকেল দিলে
আমার সকাল সপে দেবো তোমার আঁচলে।
দেবে তো? তোমার নোনা বিকেল…
আমার শৈল্পিক অভিসারের কাছে!