সব্যসাচী সরকার
এখন তো বাতাস বয়, দূরত্ব বজায় রেখে
.
যাতে শরীর কখনো
না বলে, ছুঁয়ে গেছে ও
.
এখন তো ট্রেনের শব্দ, আর নেই। একটা শিস ছুটে যায়।
শিস দিয়ে যায় পাখি। রোদ। আশ্বিন।
.
আমি একা দেখি। এইসব।
.
গভীর রাতের শেষে,পাশে ঘুমোয় জোনাকি।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
