তপন কুমার দেবনাথ
তবুও তুমি বাড়াও নি তোমার হাত,
পদ্মপুকুরে ডুব দিয়ে আমি
তুলে এনেছি পদ্মের গোছা
বিষাক্ত সাপের কামড় এড়িয়ে –
তবুও তুমি বাড়াও নি তোমার
হাত পদ্মের পাপড়ি ছুঁতে,
জোৎস্না রাতে একা একা ছিলাম
দাঁড়িয়ে, সারা শরীরে জোৎস্না
মেখে তোমার জানালার পাশে,
তবুও তুমি বাড়াও নি তোমার হাত,
প্রথম বৃষ্টির জোরালো ফোঁটায়
নিজেকে ভিজিয়ে সারারাত
তোমার দরজায় দাঁড়িয়ে থেকেছি,
যদি একবার দরাজা খুলে
বাড়াও তোমার হাত —
তবুও তুমি বাড়াও নি হাত,
অভিমানে চোখ ভিজে গেছে
কতবার, তবুও কিন্তু কোনো
অভিসম্পাত করিনি তোমায়…
নাই বা বাড়ালে তোমার হাত!
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
