কাজী লাবণ্য
নভেম্বর রেইনের এই নাতিশীতোষ্ণ
জলহাওয়ায়
অপেক্ষারত তুমুল সাইকিকে কেন
ভুলে যাও!
কেন তার বাদামী ত্বকের মাতালগন্ধী
সুবাতাস
তোমার ঘ্রাণেন্দ্রিয়কে উন্মাতাল করে
না!
কেন তার অঘ্রাণ ঠোঁটের জন্য
ঘড়ির কাঁটাকে
স্তব্ধ করে দাও না, হে কিউপিড!