সুব্রত মণ্ডল
সীমানায় বর্ষা এলে প্রবেশ অনিবার্য নয়। তবুও মাঝরাতে একা একা শব্দ আসে হেঁটে___
পায়ের ফাঁকে বড় হয় পৃথিবীর দ্রুতগামী ভুল।
.
একদিন এই ভুলোদ্বীপে ঘর পুড়েছিল। তোমারও মরিচবন দাপিয়েছিল ইঁদুর। তারপর পৃথিবীর বুকে তৈরি হল ছোট ছোট খাদ। অবাধে বৃষ্টি নামলো। আমরা ভিজে গেলাম নিজের মত করে।
.
এখন স্বপ্ন দোষে ভিজে যাই রোজ।
ঘুমের ভেতর জন্ম নেয় তুমুল বিষাদ।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
