পল্লব রাজ ঘোষাল

কৃষ্ণচূড়ার প্রশাখাময় আগুন ফুটলো অস্তরাগের আগে

ক্ষুধাপালিতা পথবালিকার পেটের মতন তপ্ত আগুন

মিথ্যে প্রেমের গল্প লেখা ব্রাত্য পাণ্ডুলিপির মতন বাস্তব।

.

তবু

অচেনা মধ্যস্রোতায়,  প্রিয়া বেহুলার ভেসে চলা অঙ্গীকারের মত সন্ধ্যে নামুক শহর জুড়ে

যেই সাঁঝেরবেলায় টানা-রিক্সার পায়ের পাতায় আরাম নামে

যেই সাঁঝবেলাতে দিনমজুরী অপেক্ষাতে ঘরফেরা ট্রেন স্টেশন থামে

গরম ভাতেই উৎসব হয় বহুতল থেকে ফুটপাথ জোড়া খেলনাবাটি। 

.

তুমি পরবাসিনী, 

তাই এ দহনে তিলোত্তমায় ছায়া পড়েনি কতকাল

প্রিয়তমা, তুমি কোনো ঘন শ্রাবণী-সন্ধ্যার মতন এ শহরকে ভালোবেসো

আমি এই রৌদ্র ঝলসানো হাত-মুখ জীবনে ভেজাবো।

1 thought on “দাহ্য 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *