সামিনা

কালো পিচ শ্বাস ফেলে ঘন ঘন ।

সূর্য যখন মাথার উপর ,

ফেরিওয়ালা চাওয়া চায়। 

বিক্রি কম 

পেটে পড়ে টান ।

সামান্য নোটে শরীরের ক্ষয় ধুয়ে মুছে সাফ 

কষ্ট ও উপার্জনের বিস্তীর্ণ ফারাক 

পেরিয়ে ঠান্ডা ঘরে যারা কৃষ্ণচূড়ার রূপে মাতোয়ারা ,

তারা কি শুনেছে 

রিক্সার করুন কান্না???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *