তামান্না জেসমিন 

আমার কবিতার প্রতিটি শব্দ, বর্ণ তুমি 

উন্মাতাল আবেশে আবিষ্ট করে চলেছো। 

প্রতিদিন, প্রতিক্ষণ অকপট আবিষ্কার

সম্মোহিত হতে হতে খণ্ডবিখণ্ড, দগ্ধ! 

.

কবিতায় আংশিক, কখনোবা অস্পষ্ট, আকুল;

একান্তে না পাবার অন্তহীন আলোকবর্ষ।

আশ্চর্য স্পর্শ অনুভবের অসীমে ছুটে চলা

না পাওয়ার নীল ছড়িয়ে যায় হৃদয়ে, দেহে!

আমার কবিতায় এক তীক্ষ্ণ, উষ্ণ উচ্চারণ তুমি

বিস্মিত হতে-হতে, ভেসে-ভেসে যাই গভীরে। 

মায়া কন্ঠের আলিঙ্গনে জড়িয়ে যাই একান্তে 

শ্রবন ইন্দ্রিয়সুখ, চোখ বন্ধ করা দুরন্ত অনুভূতি। 

.

কবিতার তুমি মুখরিত ভাষা, বর্ণিল বিস্ময়

চূর্ণবিচূর্ণ হতে হতে মিশে যাই মুগ্ধ আলিঙ্গনে 

দূর থেকে দূরে, তরঙ্গে-বন্ধনে- চুম্বনে- সঙ্গমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *