রুদ্রশংকর
আজ আমাদের সীমানায় কাঁটাতার
আজ রাস্তায় পুরনো-নতুন স্মৃতি
মুখে মুখ নেই, তর্কে মুখোশ জ্বলে
আমাদের ঘরে অন্য নিয়ম-নীতি !
.
যারা কমবেশি শিখেছে সাঁতার কাটা
দিনের শেষে শূন্য পেয়েছে যারা
তার কমবেশি প্রেমিক-প্রেমিকা ছিল
তাদের দু’হাতে খুনসুটি মাতোয়ারা
.
হাঁটতে হাঁটতে হোঁচট খাচ্ছে চোখ
মেঘের কোলে তারারা নিয়েছে ছুটি
এসো প্রেম, এসো দরজায় টোকা মারো
ঘুম ভেঙে যেন সকাল সকাল উঠি
.
চেয়ে দেখ কত শরীরে সন্ধ্যা হল
ভেব না যেন শেষ হয়ে গেছি আমি
সন্ধ্যা হলে শিরা-উপশিরা জাগে
সন্ধ্যা মানে কবিতার ওড়াউড়ি
.
আজ আমাদের সীমানায় কাঁটাতার
ভালোবেসে আমি যেতে পারি কত দূর !
বলো তুমি, বলো আবার আসবে কবে !
কবে হবে মেঘ, কবে হবে রোদ্দুর !