অশেষ বন্দ্যোপাধ্যায়
ক্লান্ত অবসন্ন এই শরীর নিয়ে
বয়স্ক পাঁজরে অশক্ত দেহে টিলার ওপর উঠতেই
পড়ন্ত বিকেলের নরম আলো ভরিয়ে দিল হৃদয়সর্বস্ব।
.
একটু একটু করে সূর্য ডুবছে। আমিও।
যে যার নিজেদের নিয়ে ব্যস্ত ছবি তুলতে
ওদিকে আমার দিকে করো তাকাবার সময় নেই।
.
হাফর টানা বুকের ভেতর কষ্টের শ্বাস-প্রশ্বাস
শুষ্ক টিলার পাথুরে জমিতে টান টান হতেই
ঘুম নামে দুচোখে। নিবিড় ঘুম ঘুম আবেশ।
.
সূর্য শেষমেশ অস্তাচলে
পশ্চিমের আকাশগায়ে আঁধার নামছে চুপিচুপি
নিথর নিস্পন্দ দেহ ঘিরে নিকষ আঁধার মাখামাখি।
.
আমার আর টিলার ওপর থেকে সূর্যাস্ত দেখা হলো না