শাহিদা ফেন্সী

অনেকদিন দেখা হবে না আমাদের

তখন আমি স্বপ্ন বুনবো কোন একদিন দেখা হবার।

তারপর কেটে যাবে আরও সুদীর্ঘ কাল

তবু দেখা হবে না আমাদের।

.

তারপর হয়তো দেখা না হবার স্বপ্নভঙ্গ নিয়ে

আমাদের দেখা হয়ে যাবে- 

ক্লান্তিঘেরা মিটিমিটে ঘোলা আলোর শহরে

 কোন এক অকাল পৌষ সন্ধ্যায়।

.

তখন তোমার পাশের রমণীটিকে আমার 

বড্ড চেনা চেনা লাগবে আর আমি চিনে নেব।

ও তো লতিফা! আমার সাথেই পড়ত।

রূপের পাহাড় চূড়ায় অবস্থান ছিল বলে 

বসতো সেই পেছনের বেঞ্চটায় … 

.

সেই রূপবতী লতিফা আজ তোমার আঙুলে 

আঙুল ছোঁয়ানো লতিফা! হিমের জালে ঢাকা

সেই সন্ধ্যায় বড্ড কুয়াশা পড়বে 

আর সব হয়ে যাবে ঝাপসা, সব সব….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *