রুমা তপাদার
মনে আছে? হস্তরেখা মিলে গিয়েছিল স্পর্শতিলে
‘এ-ও কি সম্ভব!’ আশ্চর্যজনক বলেছিলে
সে না হয় মিলে গেল এরপর আদিম না আফসোসে তাকালে
তোমার সে-চাহুনিতে এত জোর ছিল মেঘ লুকালো পাতালে
মেঘ ডাকে শব্দে তার প্রেমের সঠিক পথ
আমি তোমার চোখের দিকে স্বপ্নসুখবৎ…
শব্দ নেই বাক্যহারা যাদের মিলল হাত
বিশ্বাসে মেলাও ব্যক্তিগত পূর্বনিশ্চিত সাক্ষাৎ
সাক্ষাতে সংকেত ছিল আকাশ পাতাল-গামী
তোমাকে ঈশ্বর ভেবে নিজেকেই ভুলে গেছি আমি
আমার সে-ভুলে যাওয়া কী ভুল কী ভুল অপরাধ
সমস্ত যন্ত্রণা নিয়ে জুড়ে বসে জীবনবিষাদ