বিশ্বজিৎ বাউনা
জলের বিনয় আছে, মোহহীন তার পথ চলা।
অনুচ্চ ধ্যানে প্রাণের রূপকার, পুণ্যে অবিরত।
প্রবাহের বিনুনি আঁকে, তাকে ছাড়া বীজ নিষ্ফলা,
জলের মতো ভালবাসা লুকিয়ে নেয় সব ক্ষত।
.
লতাগুল্মের উঠোনে মুছে দেয় পরিযায়ী খেদ,
লতানো শূন্যের মাচা থেকে বিকেলের হাসি ভাসে।
মৌন মাটির কলিজায় হয়ে ওঠে শিকড়ের মেদ,
স্থাপিত বৃক্ষে সুখী হয় জল, শোষণের উচ্ছ্বাসে।
.
মাটির সুরে ভাঁজ হয়ে হয়ে পবিত্র প্রবাহিনী…
স্বপ্নের মান্দাস নিয়ে ভেসে যায় গ্রহ থেকে গ্রহে।
স্মৃতির রক্ষক তার অভিমান কতটুকু চিনি?
সহজলভ্য ভেবে উপেক্ষায় রাখি, তবু সে বহে–
.
জল, জলের মতো আজো অমূল্য ঈশ্বরের চেয়ে।
মানুষ মূঢ়মতি, তাকে পীড়া দেয় সহজে পেয়ে।