অঞ্জন ব্যানার্জ্জি
শ্যামবাজারের চারমাথার মোড়ে দাঁড়িয়ে
পা টনটন করে তোমার প্রতীক্ষায়
অটোগুলো ভর্তি
বাসে বাদুড় ঝোলা
শেয়ার ট্যাক্সিতে গাদাগাদি
বুঝি তোমার দেরির কারণ।
.
আকাশের মেঘ উষ্ণতা বাড়ায়
উসখুস করি, সিগারেট ধরাই
থাকব না ফিরে যাব
এক পা এগোই, আবার পিছোই
দ্বন্দ্বের পেন্ডুলামটা গতিতে দোলে
হঠাৎ তোমার উদয়
চটির ফিতেটা আলগা, পায়ে কালশিটে
হেঁটেছ অনেকটা পথ।
.
আকাশটা ছিল থমথমে
গোধূলি আলোয় শরতের মেঘ ভাঙ্গল
দুজনে একই ছাতার নিচে দাঁড়াই। প্রতিভাস ম্যাগাজিন