অমিতাভ সরকার

এখনো গাছ আছে

বলেই আকাশটা হাতে

চাঁদ পায়

সুযোগের খুশি বায়নায়

রোদটা সকালে কার

মুখ দেখে

ওঠে নিজেই জানে না

.

মন্দের শীত-গ্রীষ্ম বর্ষা

ভাবনার মায়াপাখিরা

মনপসন্দ চোখ খুঁজে

খুঁজে শেষে এসে সেই

হয়রান

.

বেশি জল খাওয়াও ঠিক

না

.

রাগতে গিয়ে রাতের

ভাত ঠাণ্ডা হয়ে গেলে

ভালোবাসা খালি চেয়ার

দেখেও দাঁড়িয়েই থাকে

.

আমি থাকলেও

সংসারটা আমার বলে

কোনোদিন কিছু মনে

হলো না

.

ইচ্ছেটাই রাজা

কথা বললেই যদি সুর

হয়ে যেত

তাহলে সবার সঙ্গে

সবারই বিয়ে হতো

.

মাটির কাছে যত বেশি

থাকা যায় শরীরটা ততই

সতেজ থাকে

.

সেইজন্যেই আমার

হেমন্ত মুখোপাধ্যায়ের

গান খুব ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *