মারুফ আহমেদ নয়ন

নির্জীব পাথর, তুমি তবুও তোমাকে ভালবাসি।

ভ্রমণে যাই ওকুনোশিমা, পাহাড়ি খরগোশদের

গ্রামে। মনে পড়ে, তোমার কৌশলী হয়ে উঠার

কাল। মধুর ছুরিতে ফালা ফালা করেছ হৃদয়।

আহত হই। তোমাকে বিষব্যাঙ ভেবে ভুল করি।

তুমি পিঁপড়ে ও মাইটদের থেকে সংগ্রহ করেছ

বিষ। আমাকে দংশন করতে এতো আয়োজন।

সমস্ত বিষ ঢেলে দেবে শরীরের ক্ষতস্থানে; তার

প্রভাবে কোষঝিল্লি নিস্তেজ হয়ে যায়। শৈশবে

বন্ধুরা শিখিয়েছে, বিষ মাখানো তীরে মায়াবী

হরিণ শিকার। দাঁতে লেগে আছে মাংসের তন্তু।

তোমার প্রেম যেন করুণা। এভাবে বারবার,

মৃত্যুর চেয়ে একবার মৃত্যু শ্রেয় নয় কি! প্রতিভাস ম্যাগাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *