অর্ণব সামন্ত
কর্কটক্রান্তির দুপুরে বৃশ্চিক দংশন করে
আয় কবুতর আয় জড়ানো আদরে আদরে
ভগ্নাংশ নিদ্রায় ভগ্নাংশ জাগরণে
তন্দ্রাঘোরে তন্দ্রাহরণী দ্রাঘিমাংশকে দ্রাঘিমা করে
আয়ু পোড়ে আয়ু পোড়ে তবু উজ্জীবিত শিখা
মধ্যদিনে মধ্যগগন স্পর্শ করে অবাধ্য অসহ্য দহনে
চর্বচূষ্যলেহ্যপেয় কোষে কোষে ক্ষুধা মেটায়
স্নায়ুতে স্নায়ুতে ঝঙ্কার ওঠে , বিদ্যুচ্চমকের ঝাঁকুনি
স্বাতীনক্ষত্রের জল পড়ে গা’য় , জল যেতে চায় জলের গভীরে
কিছুই অসম্ভব নয় আর সপ্তভুবন পদতলে মূর্চ্ছাপ্রবণ
সমাধির থেকে উঠে আসে দুপুর একা একা
তোর লাবণ্যের ঢেউয়ে ঢেউয়ে , তোর রূপের অরূপে
অসাধারণ লিখেছেন