প্রেম ও বৈরাগ্য

আশিস ভৌমিক

লেখক পরিচিতি

 (জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন ।  প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।

– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)

২৩

কবীর কথা :-

উল্টি গংগ সমুদ্রহি সোখৈ

শশি ও সূরহি গ্রাসৈ।

বৈঠি গুফামেঁ সব জগ দেখা

 বাহর কছু ন সুঝৈ।

উল্টা জ্ঞান পারধী লাগৈ 

সূরা হৈ সো বুঝৈ।

কথনী বদনী নিজকৈ জোহৈ

ঈ সব অকথ কহানি 

ধরতী উলটি আকাশ হি বেধৈ

ঈ পুরুষন কি বাণী।

অনুবাদ:-

গঙ্গা উল্টে করে সমুদ্র শোষণ 

চন্দ্রও সূর্য্যকে করে গ্রাস 

গুহার ভেতর দেখি বিশ্ব জগৎ

বাহিরে সকলই নাশ।

উল্টো জ্ঞানে পরিধি লাগে

সদ্ জ্ঞান সীমাহীন 

এইসব কথা তিনিই বোঝেন

পান্ডিত্যে যিনি প্রবীণ।

কথা আর বাক্য নিজেকেই খোঁজে 

এইসব অকথ্য কাহিনী 

ধরিত্রী উল্টে আকাশকে বাঁধে 

ইহাই স্বামীজির বাণী।

২৪

কবীর কথা :-

কা নর সোরত মোহ নিসামেঁ

জাগত নাহি কুছ নিরবানা।

হোত পুকার নগর কসবেমেঁ

মুসাফির সভৈ অকুলানা।

পুরণ ব্রহ্মকী হোত তৈয়ারী 

অন্ত ভূবন বিচ প্রান লুকানা।

প্রেম নগরীরামেঁ হাট লগতু হৈ

জনম জনমকে প্যাস বুঝানা।

অনুবাদ:-

হে নর আর কতকাল রইবে মোহ-নিদ্রামগ্ন?

ওঠো জাগো সময় সমাগত 

সমস্ত নগরে এসেছে জাগরণের আহ্বান 

ব্যাকুল হয়েছে মুসাফির মন

পূর্ণব্রহ্ম যাত্রার চলেছে আয়োজন 

জগতের অন্তরেই প্রানের প্রকাশ 

প্রেম নগরীতে বসেছে রুপের হাট

জন্ম জন্মান্তরের পিপাসা বুঝি তৃপ্ত হলো আজ।

দোহা :-

লালি মেরে লাল কি জিত দেখো তিত লাল

লালি দেখন ম্যায় গ্যায়ি ম্যায় ভি হো গ্যায়ি লাল

অনুবাদ:-

লাল আমার প্রিয়র লাল রঙ, 

যে দিকে তাকাই সব লালে লাল 

সেই রঙ দেখতে গিয়ে

আমিও তার রঙে রাঙা হলাম।

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *