নাফিসা খান
তারপর,আম্রপালি আমের কুশি নারিকেলের মালায় বসে লাগায় ছুট, পা-আলতা কচি ছাপ ছেড়ে অন্দরমহলের অশৌচ অতি গতিতে ছড়িয়ে দেয় ঘাটে মাঠে,এই ওপারে -এ কোন ঐশিকা বেজে ওঠে . তার কিঙ্কিণী অলঙ্কারে?
শুধু প্রেম না প্রীতি ! চুপচাপ জলটুঙ্গি ছবি আঁকছে কোকিল ভরাকন্ঠে -আকন্দ – ধুতরা ও বনহরিণা ঝাঁঝালো গন্ধে ,
.
বেলা বাড়তেই আলপথ ধরে এখন কদাচিত আসেন শহুরে ফেরিওয়ালা, শহুরে মানুষ ও শহুরে কথা তার কাছেই শোনা
তার কাছেই শোনা সেকি আর্কষণ !সেকি সম্ভব!
.
তন্নির চোখে সদ্য স্বপ্ন হানা দেয় ,একদিন সেই পথ দিয়ে
.
ভিড় তাকে নিয়ে যায় মিশে যেতে ।
.
কেউ বলে শহরের স্কাইলাইটে ওই লাল লিপস্টক ,চম্পা তেল,টিপ ,মটরের মালা পরা মেয়েদের সারিতে তাকে দেখে গেছে !
.
আমিও দেখেছি………মাটির গন্ধ লেগে তার গায়ে!