পায়েল সরকার বিশ্বাস
একদিন আমি ধীর হবো,
সকাল ছ’টার ঘুম ভাঙবে না হয় দুপুর বারোটায়,
অবহেলা করে মুখটা ধোবো,
সকালের চা’টা নাইবা খাবো,
রাতের ভেজানো চিয়া সিডস্ থেকে
হা করে অঙ্কুর বেড়োনো দেখবো।
ঐদিন আমি বীর হবো,
আমার বাহান্নটা শাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় শাড়িটা
অতি দূরের মানুষটাকে দিয়ে দেবো,
সেদিন হূট করে বেড়িয়ে যাবো গঙ্গার ধারে,
তখন না হয় একা বসে লেবু’চায়ে চুমুক দেবো।
সেদিন আমি উন্মাদ হবো,
কল্পনার প্রেমিকের ঠোঁটে গভীর চুমু এঁকে দেবো।
গভীর রাতে বাড়ি ফিরবো,
বারোশো প্রশ্ন অবজ্ঞা করে
পাশবালিশটা আঁকড়ে ধরে শুয়ে পরবো। প্রতিভাস ম্যাগাজিন
দারুণ কবিতা এক কথায় অসাধারণ 😊🌹