তীর্থঙ্কর সুমিত 

টেবিলের ওপরে রাখা বইগুলোতে
হটাৎ চোখ রেখে দেখলাম
আমার ভারতবর্ষ আজও কাঁদছে একা একা 
সমুদ্রের পাকস্থলীতে গোটা পৃথিবী
মুছে যাওয়ার এক ধ্বংসাবশেষ 
ভালো নেই কেউ
হিসেবের তরজা
মহুর্তে মুহূর্তে ডানা ঝাপটায় ঈগল
সকাল আঁকা ভয়ঙ্কর এক রূপ
ইতিহাস কেউ খোঁজেনা
খোঁজার দরকার ও নেই বোধহয়

এখন শুধু উইয়ের ঢিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *