মনোজ অধিকারী
ঈশ্বর আমার কাছে কী চায়
ভাবতে ভাবতে বুকের কাছে মাথাটা
টেনে নেয় নীলিমা।
.
প্রতিদিন রাতে একটা
কুকুরের বাচ্চা আমার বাড়িতে এসে
ভাত খেয়ে যায়, বসে না
শুধু দাঁড়িয়ে লেজ নাড়ায়, দূর থেকে
ওর মা ওকে পাহারা দেয়, আমি দেখি
আর মুগ্ধ হই, ঋণের বোঝা
বেড়ে যাচ্ছে দিন দিন, অনুভব করি – একে অপরের
দিকে মুখ ফেরাতেই
.
ঈশ্বর আমার কাছে যে, কী চায়
তা আজও বুঝে উঠতে পারিনি – হয়ত কবির চরিত্রে।