শৈলেন কুমার দত্ত

ছ্যাচড়া – সুক্ত – অ ম্বল প্রিয় , আলু পোস্তোর ভক্ত

আমরা বাঙালি এক ডাকে চিনি কীসে কীসে অনুরক্ত।

ব্যবসাতে নেই, বেশি শ্রমে ভয়, চর্চা কিন্তু সবেই 

মোহনবাগান ইস্টবেঙ্গল চেনা যায় তার রবেই।

সুব্রত, কি চুনী গোস্বামী, সুধীর কর্মকার

কৃশা নুর মতো দক্ষতা নিয়ে আসে কেউ বার বার ?

উত্তমকুমার সুচিত্রা সেন সকলের প্রিয় জুটি

সত্যজিতের তুলনা বিরল, মেলে নাকো আর দুটি।

ঋত্বিক আছে, তপন সিংহ, মৃণাল সেন ও যে প্রিয়

শিশির ভাদুড়ি, শম্ভু মিত্র, উৎপলে চোখ দিও।

উদয় শংকর নৃত্যশিল্পী ,রবিশঙ্কর এর সুর

পিসিসরকারে ম্যাজিকে মজেছি, প্রাণ মন ভরপুর।

শীতে পিঠে খাই, দোলে রঙ মাখি, পর পর পুজো আসে

ফুচকাওলারা দুর্গা পূজায় মুখ টিপে দেখি হাসে।

ঝগড়া তে আছি, মামলা চালাই, ভালোবাসাতেও

আছি

মনে হয় দূরে, আসলে কিন্তু থাকি সব কাছাকাছি। প্রতিভাস ম্যাগাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *