এইচ বি রিতা
লিলুয়া বাতাস দেখেছিল আমায় বে-সাইডের পথে
ওকল্যান্ড দীঘির জলে সাদা ডোরাকাটা
সবুজ টুপির একঝাঁক হাঁস তখন; ডুপ সাঁতারে।
পাশ কাটিয়ে সামনে বাড়তেই-
.
স্প্যানিশ মোজ আমায় জাপটে ধরল
ডাল থেকে শুকিয়ে যাওয়া ঝলমলে পাতাটি বলল,
আমি না থাকলে সামনের শরৎটা-
কেমন কাটবে তোমার?
.
পাতাটির শব্দ বেশ স্পষ্ট ছিল, পুনরাবৃত্তি হচ্ছিল
কিচু বলছিল? নাকি কাঁদছিল?
.
সন্ধ্যা নামতেই বাড়ি ফেরার পথে,
ওকল্যান্ডের দীঘির জল শুকিয়ে খরখরে হয়ে গেল
আঁধারকে ঘিরে নীরবতা আমায় জড়িয়ে ধরল;
এতিমের মতো
.
আমি ভীত হলাম
শুকিয়ে যাওয়া পাতাটি আবারো জানতে চাইল,
আমি না থাকলে সামনের শরৎটা-
কেমন কাটবে তোমার?