সাতকর্ণী ঘোষ
একটা সুযোগ অনেক কিছু বদলে দিতে পারে
সর্বনাশও ডেকে আনে কম নয়
তুমি বুঝবে তোষামুদে আহামুদে
কত কিছু করে পা জড়িয়ে ধরো
আরও কত কিছু জড়াতে হয় জীবনে
তারপর তারপর শুধুই জীবন থেকে একটু সুগন্ধ
বাকিটা দুর্গন্ধই জানি—
.
এইসব দিনে বৃষ্টি এলে ভিজতে মন চায়
সঙ্গী তখন আদর করে দুইটা চুমু খায়
কি হবে গো বাবুমশায় গদির ওপর শহর
বেশ সাজানো বেশ গোছানো তুমুল উৎসব
রাস্তাঘাট শিল্প শিক্ষা জট পেকেছে সাদা চুলে
রোগের ওপর চকচকে বাস লক্ষ কোটির চোখ
জীবন শুধু ভাঙতে জানে মৃত্যু জন্ম বায়