পল্লব রাজ ঘোষাল
তুমি এখন অন্য পাড়ায় থাকো
ব্যস্ত সময় নদীর জলের মত
এখন তুমি নদীর ঘাটে গিয়ে
অল্প জলে ব্যস্ত সময় মাপো।
.
আমি কিন্তু সেইরকমই আছি
রাতের কাছে মাসকাবারির খাতা
আমার অন্ধকারের, তারায় ভরা রাতে
আকাশ জুড়ে নকশিকাঁথা পাতা।
.
ভাবছি
আমি তোমার পাড়ায় যাবো
তোমার পথের পাশের আলোর সারির রঙে
মুখ ডুবিয়ে তোমার মতন হবো।
.
না থাক
আমার কাছে রাতের আকাশ ভালো
আঁধার থাকুক প্রেমিক মনের বাঁকে
প্রেমিক হটাৎ অন্ধকারে গেলে
আঁধার কিন্তু জাপটে ধরে থাকে।