সব্যসাচী সরকার

এই যে স্রোত বয়ে যায়

তুমি কি দেখতে পাও?

কী দেখ ,শরীরের অছোঁয়া উপত্যকায়,বহমান

বিশুদ্ধ অশ্রুজল?

.

এই যে লিখি নিত্যকাল

অক্ষরগুলো সমূহ বশ্যতা

মেনে,আজও আমার কথা শোনে

তারাও,বহতা নদী হয়ে

আমাকে ছেড়ে যেতে চায়।

তুমি কি দেখতে পাও?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *