মিঠুন চক্রবর্তী
শরীরে জলের পোশাক,
বিকেলের রোদ ঠোঁটে নিয়ে ডুব দেয় পানকৌটি
গভীরে….
উপরে নিপুণ ভাবে ভেসে যায় স্রোত এবং সময়
কাছে দূরে জ্বলে ওঠে চেনা অচেনা সংসারের ভাসমান দ্বীপ
এখানে ভীষণ কুয়াশা,
ঘসাকাচে লেপটে আছে রাধাচূড়ার ছড়ানো হলুদ
আর, অসাবধানতায় খসে পড়া পালক, ঘরে ফেরা পাখিদের
তবু,প্রতিটি রাতে
ঝিনুকের ভেতরে লুকিয়ে রাখতে ইচ্ছে করে এক বিন্দু স্পর্শ
স্নানের ঘাটে সমুদ্রের ভরা জোয়ারের মত হাত বাড়িয়ে টানতে ইচ্ছে করে
বলতে ইচ্ছে করে, ‘ আমারও শিরা – উপশিরায় প্রচণ্ড জ্বর ছুটছে, ছুঁয়ে দেখো ‘