শ্যামাশীষ জানা
ডুবোজাহাজের মত তোমার জীবনে মাঝে মাঝে ভেসে উঠি
গোপন পেরিস্কোপের ভেতর দিয়ে চোখে চোখ রাখি
তারপর আবারও তলিয়ে যাই স্রোতের প্রবল অন্তরালে
.
বুকে বারুদ ভরে ডুবসাঁতারে যাই এক সমুদ্র থেকে অন্য এক অলীক মহাসমুদ্রে
ক্রমশ চারপাশে ঘিরে ধরে অগণিত অদৃশ্য টর্পেডো
আত্মগোপন করে থাকি কোনো অনাবিষ্কৃত দ্বীপের আড়ালে
.
অথচ সর্বসমক্ষে ভেসে যাওয়ার কথা ছিল
.
মহাকাশের ওম মাখতে মাখতে-
একাকার হয়ে উড়ে যাওয়ার কথা ছিল !