পিন্টু কর্মকার
অনেক টিকটিকি ঘাম ঝরা চাতুর্ভুজিক চাপ,
কোথাও হাতে যান্ত্রিক সোহাগ।
মিথ্যে বিশ্বাসের কাঞ্চনজঙ্ঘায় নাচে ;
সুবিধার মিষ্টি ফলে কেউ সারে বেলা।
প্রতিশ্রুতির দেওয়াল ভাঙে ছলনার বুলডোজারে।
সময় উড়িয়ে দায়িত্ব এড়িয়ে সিকান্দার সাজে হবু!
ভুল গুছিয়ে একমুখেই ঠেলাঠেলি!
ঠিক ঠিকে বসে আছে অনেক টিকটিকি…