সব্যসাচী সরকার
তোমার জন্য কখনো লিখিনি
লিখেছি, আবহাওয়ার জন্য
.
বাতাসের জন্য ভাবিনি
সে তো বয়েই যায়।
আকাশের জন্য দেখিনি, দরজা খুলে
আকাশ তো আছেই
মাটি পায়ে মেখেছি, দেখছি, সে মাটিই হয়ে আছে, আশ্চর্য
তাহলে, এইসব লেখাগুলো তো তোমার জন্য ভেবেছি।
.
তুমি নিও, যা যা কখনো লিখিনি
চমৎকার