নরেন্দ্রনাথ কুলে
পালিয়ে যেতে খুঁজি এক একটি পথ
পথ খুঁজি রোজ নতুন নতুন ভাবে
দেখতে পাইনি তবুও পথের দূরে
প্রতি পথের সামনে নামে অন্ধকার
হিসেব গড়িয়ে জমা হয় ডানদিকে
হারিয়ে যায় তবু সময়ের হিসেবে
ধীরে ধীরে ছোটো হচ্ছি তৃণের কাছেও
একদিন শান্তি পেত আমার ছায়ায়