শ্যামল কান্তি মজুমদার
কোথাও তো যাচ্ছিই প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে ——হয়তো কোনো সকালের দিকে
ভোর ভোর প্রসন্নতা
অপেক্ষার প্রতিটি প্রহর জানলার কাছে দাঁড়ানো চোখে চোখ রেখে
শঙ্খ বাজছে উলুধ্বনি গন্ধপাগল হাওয়া উঠেছে চতুর্দিকে —–হাতছানি দিচ্ছে প্রিয় কোনো ভালোলাগা
ছায়া ছায়া মধ্যাহ্ন অক্ষয় বড়ালের পথিক।
বাঃ!