স্বপ্ননীল
বেহালা থেকে বাসটি একটি ফাঁকা এলাকার দিকে চলে যাচ্ছিল।
এবং তিনটি যুবক ..
.
এই বেহালাটি কোন শহর নয়,একটি বাদ্য যন্ত্র।
.
একজন বোলার একজন ব্যাটসম্যান,একজন ফিল্ডার।
এরা কেউ খেলোয়াড় নয়।সবাই বেহালা বাদক।
.
বাসটি কোন যানবাহন নয় একটি বেহালা বাজানো মাঠ।
.
বাসের ভেতর গোল একটি স্টিয়ারিং ছিল।এটি কোন স্টিয়ারিং নয়,
ঝকঝকে সুন্দর একটি চাঁদ।
.
ওরা সেই চাঁদের জোছনা দিয়ে বেহালাটি বাজাচ্ছিল।
.
বাসটি বয়ে নিয়ে যাচ্ছিল যুদ্ধগুলি
.
একটিই আলো অথচ তিনটি আলাদা আলাদা সুর
.
দর্শক শুনেছিল
.
প্রথমজনের থেকে বেজে উঠছিল-
একটি ধর্ষিত মেয়ে,যে তার নিজের দুহাত দিয়ে ঢেকে রেখেছিল মুখটি।
বাদক আলো ঢেলে তার মুখের ক্ষত সারাতে সারাতে তার হাতে একটি
গোলাপ ফুল তুলে দিচ্ছিল,
.
দ্বিতীয়জনের থেকে বেজে উঠছিল কোন একটি যুদ্ধক্ষেত্রে একটি শিশুর ছবি
যে তার মৃত মাকে গলা জড়িয়ে খেলা করছে শুয়ে শুয়ে,
.
তৃতীয় জনের সুরটি ছিল সেই ছেলেটির যে একটি ল্যাবরেটরিতে বসে
তার মাকে চিঠি লিখছে-তার টেররিস্ট বান্ধবীর কথা।যে এক সন্ত্রাসবাদীর
ডেরায় বসে বোম্ব ধ্বংস করার একেরপর এক সূত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে..
দাদার লেখার অন্তর্নিহিত অর্থ বেশ বহুমুখী। ভাবনাকে দোলায়িত করে।